খেলা

কানপুর টেস্টের দল ঘোষণা করল ভারত

ঢাকা জার্নাল ডেস্ক

ঘরের মাটিতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিশাল জয় তুলে নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। আজ (রবিবার) চেন্নাই টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই গুটিয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্ত দল। রেকর্ড ২৮০ রান ব্যবধানে হারের লজ্জা হজম করতে হলো টাইগারদের।

এই ম্যাচে জয় তুলে নেওয়াটা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব ছিল, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে এমনটা ধরেই নিয়েছিলেন সমর্থকরা। তবে এত বড় ব্যবধানে হারতে হবে, তাও আবার পাঁচ সেশন হাতে রেখেই, এমনটা কাম্য ছিল না।

প্রথম ম্যাচে জয়ের আনন্দ উদযাপনের মধ্যেই দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ভারতের ক্রিকেট বোর্ড। কানপুর টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে বড় কোনো পরিবর্তন বা চমক রাখেনি বিসিসিআই। তবে তাদের একাদশে পরিবর্তন হতে পারে। এর মূল কারণ হিসেবে স্বাগতিক অধিনায়ক বলেছেন দলের পেসারদের ওপর চাপ কমানো।

পেসারদের ওয়ার্কলোড কমানোর বিষয়টি বিবেচনা করলে কানপুর টেস্টে জাসপ্রিত বুমরাহ কিংবা মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। এছাড়া চেন্নাই টেস্টের দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা আছে ভারতের।

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। উল্লেখ্য যে, ভারতের মাটিতে এই সিরিজের দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

২য় টেস্টের জন্য ভারত স্কোয়াডঃ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।