বেশিরভাগ কোম্পানির দরপতনেও সূচক ইতিবাচক
সপ্তাহের শেষদিন আজ পুঁজিবাজারে ইতিবাচক গতিতে লেনদেন শেষ হয়েছে। বেশিরভাগ কোম্পানির দরপতন সত্ত্বেও সূচকে ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। মাত্র ১১৯টি বা ২৯ শতাংশ কোম্পানির দর বাড়লেও ও সূচকে ছিল ইতিবাচক গতি। বহুজাতিক ও বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ার কেনার কারণেই সূচক উর্ধ্বমুখী ছিল। কারণ বড় মূলধনি কোম্পানির দরবৃদ্ধি সূচকে ইতিবাচক প্রভাব রাখে। এসব কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, বাটা সু, লিবরা ইনফিউশন, ম্যারিকো, এমবি ফার্মা, ম্যারিকো, রেনাটা, ওয়ালটন, ফার্মা এইড ইত্যাদি।
লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট, ডিএসইএস প্রায় সাড়ে চার পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ৮ পয়েন্ট ইতিবাচক ছিল। আগের দিনের তুলনায় লেনদেন ৬৬ কোটি ৮৪ লাখ টাকা কমে হয়েছে ৩৩৫ কোটি ৬০ লাখ টাকা। দরপতন হয় ২০১টি কোম্পানির। অপরিবর্তিত ছিল ৭৭টির দর। আজ ডিএসই'র বাজার মূলধণ হয়েছে ৬ লাখ ৫৯ হাজার কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনে প্রায় সবখাতেই অধিকাংশ কোম্পানি দরপতনে ছিল।
প্রায় ২২ কোটি টাকা লেনদেন করে শীর্ষে অবস্থান করে স্কয়ার ফার্মা। শেয়ারটির দর বেড়েছে ২০ পয়সা। ১৮ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাকমি ল্যাবের দর কমেছে ১০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২৩ টাকা। লেনদেনের শীর্ষ দশে অবস্থান করা অন্য কোম্পানিগুলো হচ্ছে বিএসসি, রবি, গ্রামীণ ফোন, ফাইন ফুডস, সায়হাম কটন, জিপি ইস্পাত এবং খান ব্রাদার্স পিপি।
৮ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে অবস্থান করে ইনডেক্স অ্যাগ্রো, ৬ শতাংশ বেড়েছে ওরিয়ন ইনফিউশনের দর। এরপরে অ্যাসোসিয়েট অক্সিজেনের দর প্রায় ৬ শতাংশ, বিকন ফার্মার দর সোয়া ৫ শতাংশ, সায়হাম কটন সাড়ে ৪ শতাংশ বেড়েছে।
আজ দুর্বল কোম্পানিগুলোকেই দরপতনের তালিকায় অবস্থান করতে দেখা যায়। এসব কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বিচ হ্যাচারি, তাল্লু স্পিনিং, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড, জিএসপি ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, মনোস্পুল।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বেশিরভাগ কোম্পানির দরপতনেও সূচক ইতিবাচক ছিল। সিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। লেনদেন হয় ১৫ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন হওয়া ১৮২ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৯২টির, অপরিবর্তিত ছিল ২৬টির দর।
সিএসইতে লেনদেনে নেতৃত্ব দেয়া কোম্পানিগুলো হচ্ছে জিপিএইচ ইস্পাত, বীকন ফার্মা, ফাইন ফুডস, রবি, বিএসসি, এমজেএল বিডি, নাভানা ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি, ইউসিবি ও ইসলামি ব্যাংক। সাড়ে ৯ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে এসকে ট্রিমস। এরপরের অবস্থানগুলোতে ছিল ওরিয়ন ইনফিউশন, সোনারগাঁও টেক্সটাইল, মন্নু ফ্যাব্রিক্স, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্স। দরপতনে ছিল সালভো কেমিক্যাল, পেপার প্রসেসিং ও প্যাকেজিং, উত্তরা ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মন্নু সিরামিক।