লংগদু-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ, পানিবন্দি শতাধিক পরিবার

রাঙ্গামাটির লংগদু ও দীঘিনালা উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। গত তিন দিনের ভারী বর্ষণের ফলে লংগদুর মাইনী নদীর পানি বিপদসীমার ওপরে উঠে গেছে, এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সড়ক পানির নিচে চলে যাওয়ায় লংগদু ও দীঘিনালার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন বিকল্প হিসেবে অনেকেই নৌকায় চলাচল করছেন। বিশেষ করে লেমুছড়ি ও ডাঙ্গাবাজার এলাকার বিভিন্ন স্থানে ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য বাড়তি দুর্ভোগ সৃষ্টি করেছে।
এ বিষয়ে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ বলেন, পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থায়ী পুনর্বাসনের বিষয়েও চিন্তা করা হচ্ছে।
প্রশাসন ও ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছে, দুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউএনও কফিল উদ্দিন আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সকলের সতর্কতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
Comments