‘জাতীয় প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হবে জেলা-উপজেলা প্রেসক্লাবগুলো’

দেশের সব জেলা ও উপজেলা প্রেসক্লাবগুলোকে পর্যায়ক্রমে জাতীয় প্রেসক্লাবের ছাতার নিচে আনা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভুঁইয়া। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে মনিরামপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দলীয় লেজুড় বৃত্তি সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে আসে না। তাই সাংবাদিকতায় নিরপেক্ষতা বজায় রাখতে হবে ও রাজনৈতিক নেতাদেরকেও গণমাধ্যম কর্মীদের দলীয় কাজে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, জাতীয় প্রেসক্লাব ইতোমধ্যে সব বিভাগীয় প্রেসক্লাবকে নিজেদের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে। পরবর্তীতে জেলা ও উপজেলা প্রেসক্লাবগুলোকেও পর্যায়ক্রমে জাতীয় প্রেসক্লাবের ছাতার নিচে আনা হবে। এছাড়াও বিশেষ অতিথিদের বক্তব্য মফস্বল সাংবাদিকতা অনেক চ্যালেঞ্জ বলে মন্তব্য করে এস এম রাশেদুল ইসলাম (বাসস)। তাই তাদের স্বীকৃতি ও সম্মানী দেওয়ার আহবান জানান তিনি। বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস উইং সাংবাদিকের জন্য কাজ করে যাচ্ছেন, সেটা আগামীতে বাস্তবায়ন হবে।
মনিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু'র সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে সংযুক্ত (সাংবাদিক) এসএম রাশেদুল ইসলাম, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সদস্য আব্দুল আলিম, প্রবাসী সাংবাদিক (দৈনিক কালবেলার মালয়েশিয়া প্রতিনিধি) বাপ্পী কুমার দাস, মনিরামপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ বর্তমান নেতারা।
Comments