মূলধনভিত্তি শক্তিশালীকরনে সহায়ক কোম্পানি গঠন
পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ গতকাল (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় তাদের প্রতিষ্ঠানের মূলধন ভিত্তি শক্তিশালী করা এবং ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ট্রাস্ট ব্যাংক পিসিএল'র সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই সহায়ক কোম্পানির নাম হবে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড (টিএডিএল)। ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন কোম্পানির মূলধন হিসেবে ৩১ কোটি ২৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সহযাগী কোম্পানি গঠনের সিদ্ধান্তে শেয়ারটির দর বাড়ছে। বর্তমানে শেয়ারটি ২২ টাকায় লেনদেন হচ্ছে। গত এক বছরে সর্বোচ্চ দর ছিল ৩৩ টাকা ও সর্বনিম্ন দর ২১ টাকা ৫০ পয়সা। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক শেষে ট্রাস্ট ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৮৬ পয়সায়। ২০০৭ সালে পুঁজিবাজারে আসা এ ক্যাটাগরির ট্রাস্ট ব্যাংক প্রতিবছর বিনিয়োগকারীদের মোটামুটি মানের লভ্যাংশ দিয়ে আসছে। ২০২২ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার, ২০২৩ সালে বিনিয়োগকারীদের দেয় ১২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস। এ কোম্পানির ৬০ শতাংশ শেয়ার রয়েছে স্পন্সর পরিচালক, ২১ দশমিক ৬০ শতাংশ প্রাতিষ্ঠানিক ০২ শতাংশ বিদেশি ও ১৮ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।