Leadখেলা

হোয়াইটওয়াশ হওয়ার পথে বাংলাদেশ

ঢাকা জার্নাল ডেস্ক

কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট জয় তুলে নিতে ভারতের প্রয়োজন মাত্র ৯৫ রান। চেন্নাইতে প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। এবার হোয়াইটওয়াশের লজ্জায় ডুবার পথেই আছে টাইগাররা।

আজ (মঙ্গলবার) কানপুর টেস্টের শেষ ও পঞ্চম দিনে মাঠে নেমে প্রথম সেশনেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। স্বাগতিক দলের স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা একাই ধ্বসিয়ে দেন বাংলাদেশের মিডল অর্ডার। ৯১ রানে ২ উইকেট থেকে বাংলাদেশের স্কোর হয় ৯৪ রানে ৭ উইকেট!

জাদেজা এবং আকাশ দীপের আগুনে বোলিংয়ের সামনে আজ এক সেশনও ঠিকমতো দাঁড়াতে পারল না টাইগার ব্যাটাররা। শেষ পর্যন্ত সফরকারীদের ইনিংস থামল ১৪৬ রানে। লিড পেয়েছে ৯৪ রানের। অর্থাৎ কানপুরের দ্বিতীয় টেস্টে জয় পেতে ভারতের দরকার মাত্র ৯৫ রান। হাতে সময় আছে পুরো দুই সেশন।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ ২য় ইনিংসঃ ১৪৬ (৪৭ ওভার); সাদমান ৫০, মুশফিকুর ৩৭, শান্ত ১৯; বুমরাহ ৩-১৭, অশ্বিন ৩-৫০, জাদেজা ৩-৩৪