ভারতীয় খাসিয়াদের হামলায় নিহত শাহেদের লাশ ফেরত দিল বিএসএফ

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় নিহত বাংলাদেশি যুবক শাহেদ মিয়ার (২৫) লাশ হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শনিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে গুলিবিদ্ধ শাহেদের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকা বৈঠকে নেতৃত্ব দেওয়া কানাইঘাট থানার ওসি আবু সায়েম বলেন, শাহেদের গুলিবিদ্ধ লাশ বিএসএফ হস্তান্তর করেছে। বর্তমানে তাঁর লাশ পুলিশ হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে শাহেদ কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। একপর্যায়ে খাসিয়া চোরাকারবারিদের সঙ্গে তার দ্বন্দ্ব হয় এবং তাদের হামলায় তিনি নিহত হন।
সূত্র জানায়, কানাইঘাট সীমান্ত দিয়ে প্রায়ই ভারতে অনুপ্রবেশ করেন বাংলাদেশের চোরাকারবারিরা। ধারণা করা হচ্ছে শাহেদও চোরাকারবারের সাথে জড়িত। সেজন্য তিনি গভীর রাতে ভারতে অনুপ্রবেশ করেছিলেন।
Comments