উভয় বাজারে সূচকের ইতিবাচক গতিতে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ইতিবাচক গতিতে লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে( ডিএসই) লেনদেন না বাড়লেও সূচকে উর্ধ্বগতি দেখা গেছে। সবগুলো সূচক উর্ধ্বমুখী ছিল। বেড়েছে ৪৪ শতাংশ বা ১৭৪টি কোম্পানির শেয়ারের দর। কমেছে ৩৪ শতাংশের দর। লেনদেন আগেরদিনের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ৩৩৮ কোটি টাকা। লেনদেন শুরুর প্রথম আধাঘণ্টা কেনার চাপ থাকলেও পরবর্তী দেড় ঘণ্টায় বিক্রির চাপে সূচক নেমে যায়। তবে বেলা ১২টার পর থেকে কেনার চাপ বাড়লে সূচক ধীরে ধীরে উর্ধ্বমুখী হতে থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৬ দশমিক ৫০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৬৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৯ দশমিক ৮৯ পয়েন্ট ইতিবাচক থাকে।
আজ ৫০ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৫৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বস্ত্রখাতে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪৬ শতাংশ কোম্পানির। খাদ্য খাতে সাড়ে ৪৮ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৫৭ শতাংশ কোম্পানির।
গ্রামীন ফোন, বেক্সিমকো ফার্মা, খান ব্রাদার্স পিপি, লিন্ডে বিডি, বসুন্ধরা পেপার মিলের দরবৃদ্ধি সূচক ইতিবাচক করতে ভূমিকা রেখেছে। ২২ কোটি টাকা লেনদেন হয়ে ওরিয়ন ইনফিউশন লেনদেনের শীর্ষে উঠে আসে। টানা তিনদিন ধরে শেয়ারটির দর বাড়ছে। আজ দর বেড়েছে ২১ টাকা ১০ পয়সা। বিচ হ্যাচারির প্রায় ২১ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে সাড়ে চার টাকা। আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৩ টাকা। এরপরের অবস্থানগুলোতে ছিল লোভেলো, লিন্ডে বিডি, হাক্কানি পাল্প, ব্রাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি, জিপি এবং স্কয়ার ফার্মা।
১০ শতাংশ বেড়ে বসুন্ধরা পেপার মিল দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এরপরে অবস্থান করে সমতা লেদার, এস আলম কোল্ড রোলড, প্রাইম লাইফ, তোসরিফা ইন্ডাস্ট্রিজ, নর্দার্ন ইন্স্যুরেন্স। সাড়ে নয় শতাংশ দর কমে তুংহাই নিটিং দরপতনের শীর্ষে উঠে আসে। এরপরের অবস্থানগুলোতে ছিল রেনউইক যজ্ঞেশ্বর, ফার্স্ট ফাইন্যান্স, ডেসকো, সাউথ ইস্ট ব্যাংক।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির দর কমলেও সিএসসিএক্স সূচক ৭ দশমিক ২২ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক বেড়েছে ৭ দশমিক ৪২ পয়েন্ট। দরপতনে ছিল ৯৩টি কোম্পানি। আগেরদিনের তুলনায় লেনদেন কমেছে সাড়ে ৩১ লাখ টাকা। লেনদেন হয় ৪ কোটি টাকার বেশি।
লেনদেনের শীর্ষে অবস্থান করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লোভেলো, রবি,সিনো বাংলা, সানলাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি। দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রায় সবগুলোর দর ১০ শতাংশ হারে বেড়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে সমতা লেদার, ওয়াটা কেমিক্যাল, বসুন্ধরা পেপার মিল, কাশেম ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং, শমরিতা। দরপতনে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, ডেসকো, স্কয়ার টেক্স, বসুন্ধরা পেপার মিল।
Comments