ওয়ানডে ক্রিকেটকে মুশফিকের বিদায়, করেছেন যত রেকর্ড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও গুঞ্জন চলছিল। এর মধ্যেই বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার।
এর আগে ২০২২ সালে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টি-টোয়েন্টিকেও বিদায় বলে দিয়েছিলেন। এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন। মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, 'আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্ম ও দলের ভরাডুবির দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন, 'গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য।'
সবশেষে পবিত্র কুরআনের একটি আয়াতও উদ্ধৃত করেছেন মুশফিক। লিখেছেন, 'আল্লাহ কুরআনে বলেছেন: ''তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।'' (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন। সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।'
রেকর্ড, অর্জন আর কীর্তিতে সমৃদ্ধ মুশফিকুর রহিমের ওয়ানডে ক্যারিয়ার। দলীয় সাফল্য খুব বেশি না থাকলেও, ব্যক্তিগত কীর্তির আলোয় ঝলমলে তার দীর্ঘ প্রায় ১৯ বছরের অধ্যায়। বুধবার (৫ মার্চ) ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণার পর তাকে শুভকামনা জানিয়েছে বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। কেমন ছিল মুশফিকের ওয়ানডে ক্যারিয়ার, এক নজরে দেখে নেয়া যাক।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফকুর রহিমের। তার পাশাপাশি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডেও মুশফিকের নামের পাশে। ১৮ বছর ২০২ দিন মুশফিকের ওয়ানডে ক্যারিয়ার। যা বাংলাদেশের রেকর্ড আর সব দেশ মিলিয়ে অষ্টম।
ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে মুশফিকের ডিসমিসাল ২৯৭টি। তার ধারেকাছে নেই অন্য কোনো বাংলাদেশি। ২৪১টি ক্যাচ নেয়া মুশফিক স্টাম্পিং করেছেন ৫৬টি। এক ওয়ানডেতে দুবার ৫টি ডিসমিসাল করেছেন মুশফিক। যা বাংলাদেশের রেকর্ড।
ওয়ানডেতে মুশফিকের রান ৭৭৯৫। যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ৮৩৫৭ রান নিয়ে সবার ওপরে তামিম ইকবাল। ওয়ানডেতে মুশফিক ৯টি সেঞ্চুরি করেছেন, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর ৪৯টি ফিফটি হাঁকিয়েছেন মুশফিক। এদিক থেকে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তিনি। ৫৬টি অর্ধশতক করে যৌথভাবে সবার উপর আছেন সাকিব ও তামিম।
এছাড়াও, এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান এবং ওয়ানডেতে ম্যাচসেরার দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ মুশফিক। ওয়ানডে ক্রিকেটে মুশফিকের ছক্কা ১০০টি। এদিকে বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ৯৯ রানে আউট হওয়ার যন্ত্রণাটা পেয়েছেন মুশফিকই। ২০১৮ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে কাটা পড়েন মুশফিক।
Comments