সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই মালামাল জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, কসমেটিকস সামগ্রী, মহিষ, গরু, কমলা ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোররাতে সুনামগঞ্জের বাংলাবাজার সিলেটের তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছানাকান্দি এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃত মালামালসমূহের বাজার মূল্য ১ কোটি ৪ হাজার ৮৭৫ টাকা।
সিলেট ৪৮ ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে।
Comments