সপ্তাহের শুরুতে সূচক ও শেয়ারদরে বড় পতন

পতন দিয়ে শুরু হলো সপ্তাহের প্রথম দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭ শতাংশ কোম্পানির দরপতনের পাশাপাশি সব কয়টি সূচকের পতন হয়। দর বেড়েছে মাত্র ১৫ শতাংশ বা ৫৮টি কোম্পানির। আগের কার্যদিবসের তুলনায় ১৬ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন কমে হয়েছে ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকা। আজ লেনদেনের শুরু থেকেই সূচকের পতন শুরু হয়, শেষ পর্যন্ত সেই পতন অব্যাহত থাকে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক সাড়ে ২৯ পয়েন্ট নেমে যায়। ডিএসইএস সূচক ৪ দশমিক ৪৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৯ দশমিক ২৮ পয়েন্ট নেমে যায়। ডিএসইএস সূচক একমাস আগের অবস্থানে নেমে এসেছে।
খাতভিত্তিক লেনদেনে ৫৩ কোটি টাকা লেনদেন হয়ে বস্ত্রখাত লেনদেনের শীর্ষে উঠে আসলেও ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়। এরপরে ওষুধ ও রসায়ন খাতে ৪২ কোটি টাকা লেনদেন হয়। দরপতনে ছিল ৭৩ শতাংশ কোম্পানি। ব্যাংক খাতে সাড়ে ৩১ কোটি টাকা লেনদেন হলেও মাত্র ৮ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
অরিয়ন ই্নফিউশনের ১৮ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা। আলিফ ইন্ডাস্ট্রিজের সাড়ে ১১ কোটি টাকা লেনদেন হলেও শেয়ারটির বিক্রির চাপ বেশি থাকায় ৭ টাকা ৪০ পয়সা দরপতন হয়। বহুজাতিক কোম্পানি লিন্ডে বিডির সাড়ে ১৩ কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে ৫৩ টাকা ৩০ পয়সা। কোম্পানিটি দরবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে ছিল। এছাড়া শীর্ষ লেনদেনকারী কোম্পানিগুলো হচ্ছে ফার ইস্ট নিটিং, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, মিডল্যান্ড ব্যাংক, রবি, হাক্কানি পাল্প।
সোয়া সাত শতাংশ দর বেড়ে শীর্ষে উঠে আসে তিতাস গ্যাস। এরপরের অবস্থানগুলোতে ছিল এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, এইচ আর টেক্স, সাউথ ইস্ট ব্যাংক, আল-আরাফা ব্যাংক, বিডি থাই। দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করে আলিফ ইন্ডাস্ট্রিজ, এসআলম কোল্ড রোলড, মিডল্যান্ড ব্যাংক, বসুন্ধরা পেপার মিল, আরএসআরএম স্টিল।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক ৪৩ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হওয়া ২২০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর। লেনদেন হয় ৪ কোটি ৪১ লাখ টাকা।
সাড়ে ৫৮ লাখ টাকা লেনদেন হয়ে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লেনদেনের শীর্ষে উঠে আসে। এরপরে অবস্থান করে ইন্ট্রাকো, ডেল্টা লাইফ, ইবনেসিনা, এনআরবি ব্যাংক। দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করে প্রাইম লাইফ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেসকো, ন্যাশনাল ফিড মিল। দরপতনে ছিল আমান কটন ফাইব্রাস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, লিগ্যাসি ফুটওয়্যার।
Comments