চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
এছাড়াও বক্তব্য দেন মৎস্য চাষী কামরুজ্জামান বাবলু, ফাইম মুনতাছির, মোহাম্মদ আলী, আলিফ উদ্দিন প্রমুখ। পরে মৎস্য চাষে অবদান রাখায় ৪ জন চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ জেলার ৪ উপজেলার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
Comments