কুয়াকাটায় সাগরে ট্রলারডুবি, ১০ জেলে উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবে গেছে। রবিবার ১৭ আগস্ট রাত নয়টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের সাগরবক্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১০ জেলে পানির কন্টেইনার ও জালের ফ্লোট ধরে ভেসে থাকেন টানা ১১ ঘণ্টা। সোমবার সকাল আটটার দিকে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয় পাথরঘাটার কচিখালী এলাকা থেকে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক লালুয়ার মেরাউপাড়া আবাসনের খোকন হাওলাদার। তার চাচা জুম্মান হাওলাদার জানান, সাগর উত্তাল হওয়ায় রবিবার রাতে জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। পথে একটি ডুবে চরে আটকে যায় ট্রলারটি। এরপর ঢেউয়ের তোড়ে মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। জেলেরা প্রাণ বাঁচাতে সাগরে ভেসে থাকেন।
জুম্মান হাওলাদার আরও বলেন, খবর পেয়ে সোমবার সকালে আরেকটি বোট নিয়ে তাঁরা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম জানা গেছে। অন্যদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।
স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর ভয়াল উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ ট্রলার মাছ শিকার বন্ধ করে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।
Comments