চুয়াডাঙ্গায় সারের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গায় সারের দোকানে তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
রবিবার (১০ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বোয়ালিয়া ও হিজলগাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, সার ও কীটনাশক তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮, ৪০ ও ৫১ অনুসারে মো: রফিকুল ইসলাম এর প্রতিষ্ঠান মেসার্স রফিকুল ট্রেডার্স ৪০,০০০/-ও মো: সেলিম উদ্দিন এর প্রতিষ্ঠান মেসার্স রহমান ট্রেডার্স কে ২৫,০০০/-সহ সর্বমোট ৬৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক ক্রয়-বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এই তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: আনিছুর রহমান, কৃষি সম্প্রসারন অফিসার মো: আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।
Comments