চট্টগ্রাম বিমানবন্দরে ২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ মো. আব্দুল মাজিদ নামে সংযুক্ত আরব আমিরাত গামী এক যাত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে এয়ার এরাবিয়ার শারজাহগামী ফ্লাইট জি৯-৫২১-এর যাত্রী মাজিদকে বিমানবন্দরের এভসেক, কাস্টমস, ডিজিএফআই ও এনএসআই-এর যৌথ অভিযানে আটক করা হয়।
আটক মো. আব্দুল মাজিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তার ব্যাগ ও দেহ তল্লাশি করে ৪ হাজার ৭শ মার্কিন ডলার, ৪৭ হাজার ৮৮৫ ইউএই দিরহাম, ৩ হাজার ৭৬২ সৌদি রিয়াল, ৩৪৬ ওমানি রিয়াল এবং ৩৬ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আন্তর্জাতিক অ্যান্টি-হাইজ্যাক কেবিন ব্যাগেজ স্ক্যানিং পয়েন্টে দায়িত্বরত সশস্ত্র নিরাপত্তা প্রহরী মো. মাহফুজুর রহমান যাত্রীকে সন্দেহ হলে এন্ডোর্সমেন্ট বিহীন বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চান। কিন্তু যাত্রী তা অস্বীকার করেন।
পরে তার দেহে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে তাকে ডিজিএফআই কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এরপর বিমানবন্দরের কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এভসেক, কাস্টমস, এনএসআই, ডিজিএফআই, বিমানবাহিনী টাস্কফোর্স ও সিআইআইডির উপস্থিতিতে তার ব্যাগেজ তল্লাশি করে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
পরে জব্দকৃত অর্থ ডিপার্টমেন্টাল মূলে জব্দ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল মাজিদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে থানায় মামলার এজাহার দাখিল করা হয়েছে।
Comments