অপশক্তির নজর চট্টগ্রামের দিকে, ষড়যন্ত্র হলে প্রতিরোধ গড়ে তোলা হবে'

'জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু এই চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অপশক্তির নজর চট্টগ্রামের দিকে। আমরা স্পষ্ট করে বলতে চাই—চট্টগ্রামের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র হলে সমগ্র বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই চট্টগ্রামকে নতুন করে গড়ে তুলতে হবে।'
রবিবার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এনিসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সভা পরিচালনা করেন।
নাহিদ ইসলাম বলেন, 'কক্সবাজারে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপি নেতারা সত্য উন্মোচন করেছেন বলেই দেশের বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা হচ্ছে। বাঁশখালীতে আমাদের সংগঠকের ওপর হামলা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমাদের বলতে বাধা দিলে বাধবে লড়াই। আর এই লড়াইয়ে জিততেই হবে।'
তিনি বলেন, 'জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাচ্ছি।' এরপর তিনি চট্টগ্রামের ভাষায় 'বউত দিন হাইয়ো আর না হাইয়ো' স্লোগানে নেতাকর্মীদের মাতিয়ে তোলেন।
সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যরা বক্তব্য রাখেন।
এর আগে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে পদযাত্রা করে বিপ্লব উদ্যানের সমাবেশে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষ করে আরেক দফা পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্যরা।
Comments