জামিনে মুক্তি পেলেন বিএনপি নেত্রী শাহনাজ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন ১২ দিন কারাবরণের পরে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জেল সুপার মো. আমজাদ হোসেন রাত পৌনে ১১টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে শাহনাজ খাতুনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই করে কিছুক্ষণ পরেই তাঁকে মুক্তি দেওয়া হয়।
গত ২৮ জুন রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাঁকে পুলিশ আটক করে। এরপর উস্কানির অভিযোগ তুলে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এদিকে শাহনাজের মুক্তির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেন ভোলাহাটের তার সমর্থকরা। শাহনাজ খাতুন মুক্তির পর দলের নেতা কর্মীরা কারা ফটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Comments