চাঁপাইনবাবগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে নারীকে কুপিয়ে হত্যা, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা বিরোধের জেরে শুকরানী বেগম খালেদা (৪০) নামে এক নারীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত নারী উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় জমিজমা বিরোধের জের ধরে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সাথে শুকরানী বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শুকরানী বেগমকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় আহত হন নিহতের মা-বাবাসহ তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments