“আমার চোখে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হলো "আমার চোখে বাংলাদেশ: গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা, প্রাপ্তি ও আগামীর চিন্তা" শীর্ষক এক আলোচনা সভা। চুয়াডাঙ্গা ছাত্র সমাজের আয়োজনে এবং আমার বাংলাদেশ পার্টির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা। এছাড়া উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির জেলার নেতা মুসআব ইবনে শাফায়াত, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাকিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম, চুয়াডাঙ্গার জুলাই শহীদ শুভ পরিবারের পক্ষ থেকে আবু সাঈদ এবং জুলাই শহীদ মাসুদ রানা পরিবারের পক্ষ থেকে বাবুল আক্তার।
প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন রানা বলেন, "বাংলাদেশের গণঅভ্যুত্থান ইতিহাসের গৌরবময় অধ্যায়। আমরা আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের যে প্রাপ্তি অর্জন করেছি, সেটি ধরে রাখতে হবে। আগামী প্রজন্মকে বৈষম্যমুক্ত সমাজ ও ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সোচ্চার হতে হবে।"
আমার বাংলাদেশ পার্টির জেলার নেতা মুসআব ইবনে শাফায়াত বলেন, "জুলাই-আগস্টের আত্মত্যাগ আমাদের পথপ্রদর্শক। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছি এবং আগামী দিনেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।"
কেন্দ্রীয় নেতা রাকিব বলেন, 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকের তরুণ সমাজকে দেশ গঠনের সংগ্রামে এগিয়ে আসতে হবে।"
শহীদ শুভর পরিবারের পক্ষ থেকে আবু সাঈদ বলেন, "শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র। আমরা চাই তাদের সেই স্বপ্ন পূরণ হোক।"
শহীদ মাসুদ রানার পরিবারের পক্ষ থেকে বাবুল আক্তার বলেন,"আমাদের প্রিয়জনরা দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের স্মৃতি যেন প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে।"
অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত বক্তারা বলেন, জুলাই-আগস্টের প্রাপ্তি ও প্রত্যাশাকে সামনে রেখে নতুন প্রজন্মকে সাহস ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে যেতে হবে।
Comments