চুয়াডাঙ্গার দর্শনায় হাজীদের মিলন মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনায় হাজীদের মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দর্শনা পৌর অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দর্শনা হাজী সমিতির আয়োজনে এ মিলন মেলায় এলাকার আড়াই'শ পুরুষ ও নারী হাজীগন অংশ নেন।
সকাল ১০ টায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন কেরু জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ হাজী নেছার উদ্দীন। হাজী মোঃ ফজলুল হক'র সভাপতিত্বে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন প্রবীন হাজী মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দর্শনা হাজী সমিতির উপদেষ্টা হাজী মোঃ মশিউর রহমান।
মিলন মেলায় হাজীগন আগামীদিনে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। দুনিয়ার পথচলায় মহান আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতিচারণ করেন।
হাজীগন তাদের বক্তৃতায় বলেন, আমরা সকলেই আরাফাতের সাথী ভাই। সবাই আমরা একে অপরের পাশে থাকবো সব সময়। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন দর্মাশনা পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাজী নুরুল ইসলাম। এরপর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
২০১৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা হাজী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৩১৪ জন। প্রয়াত হয়েছেন ৫২ জন।
Comments