দিনাজপুরে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোমর ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দফতর। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, গত ৩ আগস্ট আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাইল জেলা কমান্ডার কামরুজ্জামানের নামে সরকার ২২.১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এর মধ্যে ১৬ মেট্রিক টন (৫৩৩ বস্তা) চাল টাঙ্গাইলের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স নিলয় ট্রেডার্সের মালিক মো. আমিনুল ইসলামের মাধ্যমে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ব্যবসায়ী মো. জামিনুর রহমান ক্রয় করেন এবং তা নিজস্ব গুদামে মজুত করেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিও গ্রহীতা যথাযথ নিয়ম অনুসরণ না করেই চাল বিক্রি করেন। ফলে এই চালের মজুদকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয় এবং গুদামটি সিলগালা করা হয়।
চাল মজুদকারী মো. জামিনুর রহমান দাবি করেন, তিনি রশিদের ভিত্তিতে বৈধভাবে চালগুলো ক্রয় করেছেন। তবে ডিওগ্রহীতা নিয়ম ভঙ্গ করায় চালের মজুদ নিয়ে প্রশ্ন উঠেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু বলেন, 'জব্দ করা চালের বস্তাগুলোর গায়ে 'খাদ্য অধিদফতর' এবং 'নেট ওজন ৩০ কেজি' লেখা রয়েছে। এগুলো টাঙ্গাইল আনসারকে বরাদ্দকৃত চাল। আনসার বাহিনী পরে এগুলো বিক্রি করে দেয়, এবং শেষমেশ তা বীরগঞ্জে এসে মজুদ হয়। যেহেতু এই বরাদ্দ বীরগঞ্জ উপজেলার নয়, তাই আমাদের দায়বদ্ধতা নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানানো হয়েছে।'
অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন সহায়তা করে এবং অভিযান শেষে গুদামে তালা ঝুলিয়ে দেয়া হয়। জব্দ চাল নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।
Comments