হিলিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাকিমপুর শাখা।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হিলি চারমাথা থেকে দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার,ফ্যাস্টুন হাতে একটি গণমিছিল বের করে। পরে বন্দর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।
গণমিছিল শেষে হিলি চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী সাইদুল ইসলাম সৈকত।
সমাবেশ শেষে জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Comments