নানা আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান

৩৬ জুলাই দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় পটুয়াখালী মহাশ্মশানে শহীদ হৃদয় তরুয়া ও হেতালিয়া বাঁধঘাটে শহীদ বাচ্চু হাওলাদারের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদারের সভাপতিত্বে সম্মিলন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননার প্রতিক হিসেবে উত্তরীয় এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, গণ সমাবেশ সহ নানা কর্মসূচী পালন করছে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি, গন অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ।
Comments