চুয়াডাঙ্গায় জামায়াতের উদ্যোগে ১২০০ অসহায় ও গরীব পরিবারের মধ্যে খাবার বিতরণ

আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের সুস্থ্যতা কামনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে ১ হাজার ২০০ অসহায় ও গরীব পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার (১ আগস্ট) জুম্মা নামাজের আগে দুপুর ১২ টা থেকে বেলা ৩টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়ন, দর্শনা থানা ও জীবননগর উপজেলায় খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান ও সেক্রেটারী সাখাওয়াত হোসেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারী আবেদ-উদ-দৌলা, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম জিয়া, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, জীবননগর আইটি ও প্রচার বিভাগের সভাপতি হারুন অর রশিদ। উল্লেখ্য, আমীরে জামায়াতের ওয়ামীর অর্থায়নে এ খাবার বিতরণ করা হয়।
Comments