চুয়াডাঙ্গার জীবননগরে আওয়ামীলীগের তিন নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগর থেকে স্থানীয় আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা নাশকতা মামলার আসামী। শনিবার দিনগত রাতে উপজেলার বাঁকা ও হাসাদাহ ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ সংগঠন উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু (৪৫), সহ-সভাপতি মো. আবু তালেব (৫৮) ও হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শুকুর আলী (৫৪)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগর থানার নাশকতা মামলা নং-১৪(১০)২৪ খ্রিষ্টাব্দ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ pc-মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Comments