বিরামহীন বর্ষায় শ্রমজীবি অসহায় মানুষের জন্য ইউএনও'র উদ্যোগ

বিরামহীন বর্ষা। বৈরী আবহাওয়া। শ্রমজীবী, ছিন্নমূল এবং অসচ্ছল মানুষের কাছে লাগাতার বর্ষা এসেছে দুর্যোগ হিসেবে। আর এই দুর্যোগে এমনই এক অসহায় মানুষের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনা খাবার (চাল,ডাল,তেল,লবণ,চিনি, মসলা) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌঁছিয়ে দিচ্ছেন ইউএনও মো. আল আমিন।
সোমবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ইউএনও আল আমিন বলেন, বিরামহীন বর্ষায় কর্মহীন হয়ে পড়ে শ্রমজীবি ও ছিন্নমুল মানুষ। অভাব অনটনে কষ্টে দিনাতিপাত করে তারা। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে।
এ সময় এমন দুখী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানান তিনি।
Comments