বিএনপি’র বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার করা হয়েছে: মির্জা ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ জুলাই) সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, দেশের সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠার গণ-আকাঙ্খার বিপরীতে পরিকল্পিত অপপ্রচার, অশ্লীল স্লোগানের মাধ্যমে আবারও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধ্বনি শোনা যাচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে ৯ জুলাইয়ের ঘটনা ১১জুলাই শুক্রবার জুমার নামাজের পর ইন্টারনেটে প্রকাশ করা হয়।
তিনি বলেন, আগে থেকে তৈরি করে রাখা ফটোর্কাড পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়ার আইডি ও পেজ থেকে ছাড়ানো হয়। অনলাইনে ভুয়া তথ্য প্রচারে ক্যাম্পেইন শুরু হওয়ার আগেই অপপ্রচার সামগ্রী তৈরি করে রাখা হয়েছিল।
সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
Comments