বিপ্লব নয়, ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি কোনো বিপ্লব করে ক্ষমতায় যেতে চায় না। ভোটের মধ্যে দিয়েই বিএনপি ক্ষমতায় যেতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে করা এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। অনেক ইস্যুতে বিএনপির বিরোধিতা আছে, তার মানে এই না যে বিএনপি সংস্কার বিরোধী। অনেক সংস্কার সুপারিশ বাস্তবায়ন করা কঠিন, তারপরও বৃহত্তর ঐক্যের স্বার্থে বিএনপি একমত হয়েছে।
তবে নির্বাচন কমিশন (ইসি) সংস্কারে কিছু সুপারিশ কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ নয়, ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক আগেই মতামত দিয়েছে। প্রধনমন্ত্রীর মেয়াদ নিয়ে কমিশন যা বলেছে তাতে অস্পষ্টতা রয়েছে।
Comments