মোদির রূপচর্চার রহস্য জানতে চাইলেন নারী ক্রিকেটার
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেজদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। আলোচনার সময় হারলিন দেওল প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, 'স্যার, আপনার ত্বক সব সময় ঝলমল করে। আপনার স্কিনকেয়ার রুটিন কী? আমাকে বলবেন?'
হঠাৎ করে যে হারলীন এমন একটি প্রশ্ন করবেন, তা ভাবতে পারেননি কেউ। খানিকটা অবাক হন সকলে। তার পরে হাসেনও। প্রধানমন্ত্রীও হয়তো এমন প্রশ্নের জন্য তৈরি ছিলেন না। প্রধানমন্ত্রী হেসে উত্তর দেন, 'আমি কখনো এতটা ভেবে দেখিনি।'
অলরাউন্ডার স্নেহ রানা যোগ করেন, 'এটি দেশের মানুষের ভালোবাসা যা আপনাকে গ্লো করতে সাহায্য করে।' এরপর মোদি বলেন, 'অবশ্যই, এটি একটি বিশাল শক্তির উৎস। আমি অনেক বছর সরকারে কাজ করেছি। আশীর্বাদগুলো শেষ পর্যন্ত প্রভাব ফেলে।'
চুপ থাকেননি কোচ অমল মুজুমদারও। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, 'দেখছেন তো স্যার, কাদের নিয়ে আমাকে থাকতে হয়। সেই কারণেই তো মাথার সব চুল পেকে গিয়েছে।'
Comments