চুয়াডাঙ্গায় মেছো বিড়াল সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা ও প্রচারণা
মেছো বিড়াল একটি সংরক্ষিত ও আইসিইউএন কর্তৃক লাল তালিকাভূক্ত প্রাণী। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জুড়ে এদের বিস্তার রয়েছে। চুয়াডাঙ্গা জেলা তার মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে এই জনপদে মেছো বিড়াল হতাহত এমনকি হত্যার শিকার হচ্ছে। মেছো বিড়াল সংরক্ষণে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে 'মেছো বিড়াল সংরক্ষণে আমাদের করণীয়' বিষয়ক আলোচনা সভা ও প্রচারণা কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়া সামাজিক বন বিভাগ ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংস্থা যৌথভাবে এ কর্মসূচি পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণীবিদ্যা প্রভাষক ও বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আহসান হাবীব শিপলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বন সংরক্ষক রকিক উদ্দিন। আরো উপস্থিত ছিলেন তিতুদহ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহমুদুল হাসান এবং হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চুয়াডাঙ্গা জেলাকে একটি বন্যপ্রাণী ভান্ডার বলে সকলে চেনেন। মেছো বিড়াল এখনো পর্যাপ্ত এই অঞ্চলে পাওয়া যায়। শুধুমাত্র সচেতনতার অভাবে এখনো বিক্ষিপ্ত ভাবে এই প্রাণী নিধনের শিকার হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ করে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভ দীর্ঘ দিন ধরে এই প্রাণী সংরক্ষণে কাজ করে যাচ্ছে বন বিভাগের সাথে। আমরা সকল বন্যপ্রাণীর সাথে মানুষের সহ অবস্থান চাই। মেছো বিড়াল সংরক্ষণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কৃষকের অকৃত্রিম বন্ধু এই প্রাণী। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী এই প্রাণী সংরক্ষিত। এই প্রাণী আটক, বহন, হত্যা, পাচার সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই কাজ করলে তার ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড হবে।
পরে তিতুদহ বাজারে মেছো বিড়াল সংরক্ষণের প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন হতে আগত সংগঠনের সকল সদস্য, বন বিভাগের কর্মচারী, স্থানীয় সংবাদ কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments