মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, আহত শতাধিক

মিশরে একটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে বহু হতাহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৩০ আগস্ট) মিশরের উত্তর মাতরুহ প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে তিনজন নিহত এবং ১০৩ জন আহত হন।
জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। উপকূলীয় শহর মারসা মাতরুহ থেকে কায়রো যাওয়ার পথে ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উল্টে যায় দুটি বগি।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ধ্বংসাবশেষ অপসারণ এবং লাইনে পরিষেবা পুনরুদ্ধারের জন্য উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে পরিবহন মন্ত্রণালয় এবং দায়ীদের "সর্বোচ্চ শাস্তি" দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফ্র্যাকচার, ঘর্ষণ, ক্ষতসহ আহতদের শরীরে বিভিন্ন ধরনের আঘাত রয়েছে। তবে, আহতদের মধ্য থেকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে ৮৭ জনকে। বাকিদের পূর্ণ স্বাস্থ্য সহায়তা ও চিকিৎসা দিতে হাসপাতালগুলোকে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
Comments