ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃ প্রবর্তিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি।
আমির খসরু মাহামুদ চৌধুরী বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে। নির্বাচন নিয়ে ঘাবড়াবার কিছু নেই । সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃ প্রবর্তিত হবে।
তিনি বলেন, এদেশের মানুষ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে। তাদের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে। যারা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে।
খসরু আরো বলেন, এটা একটি সাময়িক সরকার। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে তার জন্য আমাদের এই প্রস্তুতি। যদি জনগণ আমাদের সমর্থন দেয় সেই প্রস্তুতি আমরা আগেভাগে নিচ্ছি। যাতে করে প্রথম দিন থেকে দেশের মানুষের পাশে বিএনপি দাঁড়াতে পারে।
তিনি বলেন, অর্থনীতি আগে কিছু সিমিত লোকের হাতে ছিল। অর্থনীতিকে সাধারণ মানুষের সাথে পৌঁছে দিতে হবে। কুটির শিল্পসহ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা এগুলো তৈরি করে তাদেরদেরকে আন্তর্জাতিক বাজারে প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে কুটির শিল্প উদ্যোক্তারা তাদের মান উন্নয়ন করতে পারে এটা তারেক রহমানের একটি স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকটি বিভাগে যাচ্ছি এবং কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে জানান তিনি।
এর আগে সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী। পরে বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তিনি।
দিনব্যাপী এই অনুষ্ঠানে মেলার পাশাপাশি বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বরিশাল বিভাগের ব্যবসায়ীরা অংশ নেবেন।
Comments