চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় মনির নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোর রাত আনুমানিক ৪টার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন, মো. ওয়ারিদ কুদ্দুস আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) এবং নোয়েল ডায়েস (২৪)।
পুলিশ জানায়, অটোরিকশা চালক মনির হোসেন পাথারঘাটার বংশাল রোড থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে পৌঁছে দেন। ভাড়া নেওয়ার সময় আগে থেকেই ওত পেতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীসহ তিন যুবক চালক মনির হোসেনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তারা সিএনজি (রেজিঃ চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮), একটি বাটন মোবাইল ফোন, নগদ টাকা এবং বিভিন্ন কাগজপত্র লুট করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম জানান, খবর পেয়ে দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার ও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Comments