কালীগঞ্জে মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে যুবককে পুলিশে দিলো বিএনপি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় জীবন হোসেন নামে একজনকে পুলিশে দিয়েছে বিএনপির নেতারা। রবিবার সকাল ১১ টার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জীবন হোসেন উপজেলার ফারাশপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। সে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
জানা গেছে, সম্প্রতি ইয়াবা কেনাবেচা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জীবন। সেই অডিও বিএনপির নেতাকর্মীদের কাছে এলে তারা বিষয়টি যাচাই-বাছাই করে। পরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাকে রবিবার কালীগঞ্জ থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল বলেন, জীবন হোসেন মাদক কেনাবেচা নিয়ে তার একটি অডিও শনিবার আমাদের কাছে আসে। সেখানে সে বিএনপি কর্মী বলে নিজেকে দাবি করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে রবিবার তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। সঠিক প্রমাণ থাকলে মাদক ও চাঁদাবাজদের নিজেরাই আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবো। কোনো মাদক কারবারি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কোনো সুযোগ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করবো তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জীবন নামে একটা ছেলেকে থানায় নিয়ে এসেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।
Comments