কাদা ছোড়াছুড়ি ভবিষ্যত রাজনীতিকে কলুষিত করবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। বোঝাপড়া না থাকলে, এই আমরা কাঁদা ছোড়াছুড়ি করছি, গণতন্ত্রে কাঁদা ছোড়াছুড়ি হবে- অনেক কথা আসবে। কিন্তু একটা সীমা থাকা দরকার। তা নাহলে তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে রাজনীতিকে আরও কলুষিত করবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই সভার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব।
এর আগে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ এবং জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের ফটো প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।
জুলাই-আগস্টসহ বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতিত ও জুলুমের শিকার ৫ জন সম্পাদককে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।
তারা হলেন- মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউজ এজ সম্পাদক নূরুল কবির, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ।
সভায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। এছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি বিএনপি মহাসচিব এবং বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনকে সম্মাননা দেওয়া হয়৷
মির্জা ফখরুল বলেন, এখন যে সময়টা, এটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়া করার সময়৷ এর মাধ্যমে সব সমস্যার মিটে যাবে, তা না। কিন্তু একটা রাস্তা তৈরি হবে, যে রাস্তার মধ্যদিয়ে আমাদের এবং জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাতে পারবে।
বিএনপি মহাসচিব বলেন, সেই জায়গাতে আমরা যেতে চাই৷ আমরা দেখলাম যে, এতো সমস্যার মধ্যে পড়েও ১২টি মৌলিক বিষয়ে একটা ঐকমত্য এসেছে। বাকিগুলো ঐকমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে। অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরাও ঠিক বুঝি না, তারা করতে চান। এগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয়, অতিদ্রুত লন্ডনের বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্য নির্বাচনটা হওয়া দরকার, সেটা হলেই বোধহয় অনেক সমস্যা ও দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব৷
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা বক্তব্য রাখেন। সভায় জুলাইয়ের উপর কবিতা আবৃত্তি করেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
এছাড়া সভায় মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরীসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন এবং জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে দুই শহীদ পরিবারকেও সম্মাননা দেওয়া হয়।
Comments