মিরসরাইয়ে বিদেশি মদসহ যুবক ধরা

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ বোতল বিদেশি মদসহ আব্দুল কাইয়ুম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার পূর্ব হিঙ্গুলীর অলংকার রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কাইয়ুম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাইয়ুমকে জনসম্মুখেই সন্দেহজনকভাবে আটক করা হয়। তার হাতে থাকা দুটি সাদা বাজারের ব্যাগ তল্লাশি করে ১২টি ভদকা ও ৪টি হুইস্কিসহ মোট ১৬টি কাঁচের বোতলে ১২ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
রবিবার (২৭ জুলাই) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে- জানান তিনি।
Comments