চট্টগ্রামে কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডার লিকেজ, আতঙ্কে পথচারীরা

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে সিলিন্ডার লিকেজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।
রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডারে লিকেজ হওয়ায় একটি কাভার্ডভ্যান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল। এতে আতঙ্কিত হয়ে পথচারীরা ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় সিলিন্ডারগুলো কোন কোম্পানির এবং কোথায় নিয়ে যাবে তা জানা যায়নি। পরে পুলিশের সহায়তায় গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়।
Comments