সুনামগঞ্জে জীবন বীমা কর্পোরেশনের মত বিনিময় সভা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন জীবন বীমা কর্পোরেশন সুনামগঞ্জ সেলস অফিস-৫৭ এর উদ্যেগে ১১ জুলাই শুক্রবার মতবিনিময় সভা ও নৈশভোজ এর আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর খান, সুনামগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, এস.এম.সি সভাপতি আবদুল আলিম, সবুজ চন্দ্র সরকার, সাইফুল ইসলাম, রনজয় পন্ডিত, ব্যাংকার মাহফুজুর রহমান মাসুম, শরিফ সরকার, খলিলুর রহমান সুমন ও মোজাম্মেল, আয়েশা আক্তার আশা, রুমি আক্তার এবং তামান্না আক্তারসহ অনেকেই।
জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সেলস অফিস-৫৭ এর নতুন দায়িত্বপ্রাপ্ত সেলস ম্যানেজার শিমুল কান্তি বিশ্বাস, মো: মাজাহারুল ইসলাম, মো: মহি উদ্দিন, মোঃ আবু নাছের, সুমন রায়, সালাউদ্দিন, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, মাহাতাব হোসেন, আতাউর রহমান শামীম ও আয়াত আলি।
সভায় অতিথিরা জীবন বীমা কর্পোরেশনের বীমার বিভিন্ন সুযোগ সুবিধাগুলো যাতে জনগণ উপকৃত হয় সেই বিষয়ে সেবা প্রদান ও প্রচার প্রচারণা বাড়ানোর উপর মতামত ব্যক্ত করেন।
গ্রাহকের বীমা সম্পর্কিত যেকোন ধরনের সেবা পেতে সেলস অফিস-৫৭, রীনা ভবন(২য় তলা), উখিলপাড়া, সুনামগঞ্জ অফিসের ঠিকানা এবং প্রয়োজনে ব্রাঞ্চ ম্যানেজার মো: মহি উদ্দিন মোবাইল নম্বর-০১৭৪৪৭৪২৫৮৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। (ভিজিট করুন: www.jbc.gov.bd)
Comments