কানসাট আমবাজারে থাই রূপবতী ‘চেং মাই’ দেখতে এসেছেন শত শত মানুষ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কানসাট আমবাজার যেন শনিবার সকালে পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। সবার নজর কাড়ে থাইল্যান্ডের বিখ্যাত আম জাত 'চেং মাই'। দেখতে নজরকাড়া, আকারে বড়, খেতেও অতুলনীয়—এই নতুন জাতের আম প্রথমবারের মতো বাজারে নিয়ে আসেন শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর গ্রামের চাষি কবির হোসেন।
দুই বিঘা জমিতে চাষ করা এই নতুন জাতের আম দেখতে সকাল থেকেই বাজারে ভিড় করেন উৎসুক মানুষ। কেউ দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউবা আগ্রহ নিয়ে দাম জিজ্ঞেস করছেন।
চাষি কবির হোসেন জানালেন, আজ এক ভ্যান চেং মাই আম বাজারে এনেছি। দাম হাঁকছি ৭ হাজার টাকা প্রতি মণ। ফলন ভালো হয়েছে, আর লোকজনের আগ্রহ দেখে খুবই উৎসাহিত বোধ করছি।
স্থানীয় আমপ্রেমী ও চাষিরা বলছেন, এই আম সত্যিই চমৎকার—নয়নাভিরাম রঙ, মসৃণ গঠন, বড় আকৃতি আর অদ্ভুত মিষ্টি স্বাদ—সব মিলিয়ে যেন থাই রাজকুমারী শুধু চাষিই নন, কৃষি কর্মকর্তারাও উচ্ছ্বসিত।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, চেং মাই আমটি থাইল্যান্ডের বিখ্যাত একটি জাত। আমাদের দেশে এটি এখনো নতুন। চাষিরা ব্যক্তিগতভাবে চাষ শুরু করেছেন। আমটি শুধু দেখতে সুন্দর নয় খেতেও দারুণ সুস্বাদু। এটি যদি টপ ওয়ার্কিং পদ্ধতিতে বিস্তার করা যায়, তাহলে ভবিষ্যতে চাঁপাইনবাবগঞ্জে এই জাতের আম হতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার।
দেশের আমের রাজধানীতে এভাবেই জায়গা করে নিচ্ছে এক বিদেশি রূপসী আগামীতে চাঁপাইনবাবগঞ্জের মাটিতেই হয়তো এই থাই আম হয়ে উঠবে সবার পছন্দের তালিকায় শীর্ষে।
Comments