সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন বেড়েছে সামান্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স এবং ডিএসইএস সূচক ইতিবাচক থাকলেও ব্লু চিপ কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচকের পতন হয়েছে। লেনদেন আগেরদিনের তুলনায় সামান্য বেড়েছে। লেনদেন হয় ৩৫৩ কোটি টাকা। তবে বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। লেনদেনের প্রথম ৪৫ মিনিট কেনার চাপে সূচক উর্ধ্বমুখী থাকলেও এরপরে টানা পতন হয়। শেষ পর্যন্ত ডিএসইএক্স সূচক ৭ দশমিক ২৯ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৪৭ পয়েন্ট ইতিবাচক ছিল। ডিএস৩০ সূচকের পতন হয় দশমিক ৮১ পয়েন্ট। লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৩৯টির দর বেড়েছে, কমেছে ১৬৯টির দর। অপরিবর্তিত ছিল ৮৬টির দর।
প্রায় ৫৩ কোটি টাকা লেনদেন হয়ে আজ ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে ৩৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বস্ত্রখাতে ৪৬ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে মাত্র ২৯ শতাংশের। ব্যাংক খাতে ২৮ কোটি টাকা লেনদেন হয়। রবি, পাওয়ার গ্রিড, ম্যারিকো, আল-আরাফা ব্যাংক, তিতাস গ্যাসের দরবৃদ্ধি সূচক ইতিবাচক রাখতে ভূমিকা রেখেছে।
কয়েকদিন কমার পরে ফের ওরিয়ন ইনফিউশনের দর বাড়তে শুরু করেছে। ২৪ কোটি টাকা লেনদেন হয়ে কোম্পানিটি শীর্ষে অবস্থান করে। দর বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা। টেলিযোগাযোগ খাতে রবি'র সাড়ে ১০ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪০ পয়সা। আলহাজ টেক্সটাইলের ৯ কোটি টাকা লেনদেন হলেও সাড়ে ১৫ টাকা দরপতন হয়। কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করে। এছাড়া হাক্কানি পাল্প, খান ব্রাদার্স পিপি, আলিফ ইন্ডাস্ট্রিজ, আইএফআইসি লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান করে।
দরবৃদ্ধির তালিকায় শীর্ষ কোম্পানি ডেসকোর দর প্রায় ১০ শতাংশ বেড়েছে। এরপরের অবস্থানগুলোতে ছিল সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম লাইফ, পাওয়ার গ্রিড, আল আরাফা ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ। দরপতনে ছিল হামিদ ফেব্রিক্স, তোসরিফা, নর্দার্ন ইন্স্যুরেন্স, এইচ আর টেক্স, এস আলম কোল্ড রোল্ড।
অপর শেয়ারবাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট ইতিবাচক হলেও সিএসপিআই সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট নেতিবাচক ছিল। লেনদেন হওয়া ২২৮টি কোম্পানির মধ্যে ৭৩টির দর বেড়েছে. কমেছে ১১৫টির। লেনদেন হয় ৩ কোটি ৯ লাখ টাকা। সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে রবি। এরপরের অবস্থানগুলোতে ছিল পেপার প্রসেসিং, বিএটিবিসি, এন পলিমার, আলিফ ইন্ডাস্ট্রিজ। ১০ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সিএনএ টেক্স। এরপরের অবস্থানগুলোতে ছিল ন্যাশনাল টি, ডেসকো, হাক্কানি পাল্প, সিঙ্গার বিডি। দর পতনে ছিল হামিদ ফ্যাব্রিক্স, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, সাফকো স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল।
Comments