বরিশাল বোর্ডে অকৃতকার্য ৩৬ হাজার পরীক্ষার্থী

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) পরীক্ষায় পাশের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যেখানে ৮২ হাজার ৯৩১ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। আর এই হিসেবে অকৃতকার্য হয়েছে ৩৬ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী।
বরিশাল শিক্ষাবোর্ডে প্রকাশিত এসএসসি'র ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশাল বিভাগের ছয় জেলার ১ হাজার ৫০২ টি স্কুলের ৮৪ হাজার ৭০২ শিক্ষার্থীর এবছর এসএসসি পরীক্ষায় নিবন্ধন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলে এমন অবস্থার কারন বেশির ভাগ শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করেন তারা ইংরেজি ও গনিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এমন অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।
Comments