সুন্দরবনে মাছ ধরার তিন মাসের নিষেধাজ্ঞা ভেঙে ২৭ জেলে আটক

পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় বন বিভাগের স্মার্ট টিমের অভিযানে তিনটি ট্রলারসহ ২৭ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের আওতায় এই অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম দুবলার মেহেরআলী ও ডিপোরখাল এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় ২৭ জেলেকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত তিনটি ট্রলার, মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা সুন্দরবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় পাস ও পারমিট না নিয়েই মাছ ধরতে গিয়েছিলেন। তারা খুলনার কয়রা ও বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলা উপজেলার বাসিন্দা বলে বন বিভাগ জানিয়েছে। পরে আটক জেলেদের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, 'বর্তমানে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা এবং প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা প্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'মাছের প্রজনন মৌসুমে জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। বন বিভাগের টহল টিম নিয়মিত অভিযান চালিয়ে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।'
উল্লেখ্য, প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদ-নদী, খাল ও মোহনায় মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময়ে বন বিভাগ মৎস্য আহরণ, নৌযান চলাচল ও পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণে রাখে।
Comments