বিএটিবিসি’র ৩০০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/06/batbc-1.jpg?itok=ElttVPJK×tamp=1738829360)
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি বা বিএটিবিসি ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে গত ডিসেম্বরে কোম্পানিটি আরও ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির ওই হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায়।
বড় অঙ্কের লভ্যাংশ দিলেও গত বছর কোম্পানিটির মুনাফা কিছুটা কমেছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা, আগের বছর যা ছিল ৩৩ টাকা ১১ পয়সা ছিল।
গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা। আগের বছর যা ছিল ৯৯ টাকা ৩৩ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ অর্থপ্রবাহ ছিল ৩২ টাকা ০৭ পয়সা, আগের বছরে যা ছিল ১৮ টাকা ৯০ পয়সা।
বিএটিবিসি ২০২৩ সালে ১০০ শতাংশ, ২০২২ সালে ২০০ শতাংশ, ২০২১ সালে ২৭৫ শতাংশ, ২০২০ সালে ৬০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
Comments