প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা
জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনগুলো জমা দেন।
কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে এবং সবগুলোই বাস্তবায়নযোগ্য। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না, সেটা সরকার বুঝবে।
কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, আন্তঃক্যাডার বৈষম্য কমাতে 'সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস' (এসইএস) নামে নতুন একটি সার্ভিস গঠনের প্রস্তাব থাকছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে। সরকারের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত কর্মকর্তারা এই সার্ভিসের অন্তর্ভুক্ত থাকবেন। এই সার্ভিস থেকে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ মন্ত্রণালয় ও বিভাগগুলোর সচিব নিয়োগ দেওয়া হবে।
সকল ক্যাডারের কর্মকর্তারা সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে অন্তর্ভুক্তির জন্য পরীক্ষা দিতে পারবেন। উত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডার থেকে ৫০শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ৫০ শতাংশ পদ পূরণ করা হবে।
প্রতিবেদনটি গত মাসে জমা দেওয়ার কথা থাকলেও মাঠপর্যায়ের কাজ, জেলা ও উপজেলা পর্যায়ের আলোচনা এবং অনলাইন ফিডব্যাক সংগ্রহে দেরি হওয়ায় বিলম্বিত হয়েছে বলে জানান মুয়ীদ চৌধুরী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান জানান, প্রতিবেদনটি জমা দেওয়ার পর তা প্রকাশ করা হবে এবং এটি অনলাইনে পাওয়া যাবে।
Comments