জেসিআই ঢাকা পাইওনিয়ার-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোঃ. তাসদীখ হাবীব
জেসিআই ঢাকা পাইওনিয়ার-এর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ. তাসদীখ হাবীব। সম্প্রতি রাজধানীর এসকর্ট প্লেসে অনুষ্ঠিত জেসিআই ঢাকা পাইওনিয়ার-এর চতুর্থ জেনারেল মেম্বারশিপ মিটিং (জিএমএম) এবং জেনারেল অ্যাসেম্বলিতে তার নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা পাইওনিয়ার-এর ফাউন্ডিং প্রেসিডেন্ট ইলিয়াস মোল্লা, ২০২৩ সালের প্রেসিডেন্ট আল শাহারিয়ার, ২০২৪ সালের প্রেসিডেন্ট ফিলকুল আহমেদ, ২০২৪ সালের মেন্টর এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ফজলে মুনিব এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদসহ বিভিন্ন চ্যাপ্টারের এলপিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ইলেকশন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ২০২৩ সালের প্রেসিডেন্ট আল শাহারিয়ার।
২০২৫ সালের নতুন বোর্ড:
লোকাল প্রেসিডেন্ট: মোঃ. তাসদীখ হাবীব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP): মোঃ. তৌহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (VP): নূরুন নবী হাসান, ভাইস প্রেসিডেন্ট (VP): সৈয়দ উসওয়াত ইমাম, সেক্রেটারি জেনারেল (SG): মোঃ. শরিফুল ইসলাম, জেনারেল লিগাল কাউন্সিল (GLC): মোহতারিমা রহমান, ট্রেজারার: পারভেজ, ডিজিটাল কমিটি চেয়ার: আপেল মাহমুদ রিয়াদ, পিআর ও মিডিয়া কমিটি চেয়ার: জোবায়ের ইসলাম, ডিরেক্টর: দাবিরুল ইসলাম দীপু, ডিরেক্টর: আরিফুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে ২০২৫ সালের নতুন বোর্ডের সদস্যরা শপথ গ্রহণ করেন।