আল্লু অর্জুনের বাড়িতে হামলা
ভারতের হায়দেরাবাদে 'পুষ্পা টু: দ্য রুল'-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় গত ৪ ডিসেম্বর। এ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। আর গুরুতর আহত হন তার ৯ বছরের ছেলে। এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় সিনেমার প্রধান অভিনেতা ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। পরবর্তীতে অবশ্য জামিনে মুক্তি পান এ তারকা।
আল্লু অর্জুন জামিনে মুক্তি পেলেও জটিলতা কাটিয়ে উঠতে পারছেন না তিনি। এবার 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে হামলা চালানোর ঘটনা ঘটল অভিনেতার বাড়িতে। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ জনতা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়ির সামনে থিয়েটারে পদপিষ্ট হয়ে মারা যাওয়া নারীর বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন। আবার কেউ দেয়ালের উপর উঠ অভিনেতার বাড়ির ভেতর ঢিল দিচ্ছেন।
আল্লু অর্জুনের বাড়ির সামনে বিক্ষোভ ও হামলার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। জানা গেছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্যানেলের সদস্যরা হামলা চালিয়েছে। এমনকি এ ঘটনায় ৮ জনকে আটকও করেছে পুলিশ।
এদিকে এ ঘটনায় দক্ষিণী তারকা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছেন। তার ভাষ্য―সব অনুরাগীদের অনুরোধ করছি, আপনারা আপনাদের অনুভূতি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন, কোথাও কোনো অশ্লীল বা কুরুচিকর শব্দপ্রয়োগ করবেন না। এছাড়া কোনো ভুয়া প্রোফাইল থেকে আমার ভক্ত দাবি করে এসব করা থেকে বিরত থাকুন। কেউ এ ধরনের বিশৃঙ্খলা ঘটালে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
অন্যদিকে আল্লু অর্জুনের বাড়িতে হামলার ঘটনার আগে তেলেঙ্গানার অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM) দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি চাঞ্চল্যকর এক তথ্য দেন। তার দাবি―পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর খবরে নাকি আল্লু অর্জুন হেসে উঠে বলেছিলেন, এবার সিনেমা হিট।
এ বিধায়ক বলেন, আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার তথ্য বলছে, যখন ওই তারকাকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গেছে, একজন নারীর মৃত্যু হয়েছে, তখন ওই তারকা হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। আর তার এই মন্তব্যের পরই উত্তেজিত হয়ে পড়েন সাধারণ মানুষ।