বক্স অফিসে যেমন আয় করছে ‘পুষ্পা টু’
জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন আর রশ্মিকা মান্দানা অভিনীত অন্যতম হিট সিনেমা 'পুষ্পা: দ্য রাইজ'। সিনেমাটি মুক্তির তিন বছর পর মুক্তি পায় দ্বিতীয় কিস্তি 'পুষ্পা টু: দ্য রুল'। বহুল প্রতীক্ষিত সিনেমাটি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। প্রথম দিনেই সিনেমাটি ২৫০ কোটি রুপির বেশি আয় করেছে। যদিও মুক্তির দিনেই সিনেমাটির পাইরেসি ছড়িয়ে যাত দেখা যাচ্ছে কয়েকটি ওয়েবসাইটে। এরপর সিনেমাটির বক্স অফিসে আয় নিয়ে প্রশ্ন উঠে। তবে দেখা গেল ভিন্ন চিত্র।
সুকুমার পরিচালিত 'পুষ্পা টু: দ্য রুল' ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে। বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির ৪ দিনে রোবিবার (৮ ডিসেম্বর) পর্যন্ত প্যান ইন্ডিয়ান এই ছবিটির আয় দাঁড়িয়েছে ৫৮৫ কোটি রুপি। যেখানে বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৭৫০ কোটি রুপি।]
মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে 'পুষ্পা টু: দ্য রুল'। প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ভারতীয় সিনেমার তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। এছাড়াও একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে। মাত্র ৪ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে প্রায় ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। এছাড়াও প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল এই সিনেমাটি।
এদিকে হিন্দি ভাষায় সবচেয়ে বড় ওপেনার ছবি হিসেবে 'পুষ্পা টু'এর নাম এখন শীর্ষে। মুক্তির প্রথম দিন ৬৫ কোটি ৫ লাখ রুপি আয় করে এই দৌড়ে এত দিন এগিয়ে ছিল শাহরুখ খানের 'জওয়ান' ছবিটি। 'পুষ্পা টু'এর হিন্দি সংস্করণের আয় ৬৭ কোটি রুপি।