রাডার ফাঁকি দিতে পারে এমন বিমান তৈরি করবে সৌদি

সম্প্রতি ঘটে যাওয়া ভারত-পাকিস্তান এবং ইরান-ইসরায়েল যুদ্ধগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আধুনিক সামরিক ব্যবস্থায় অত্যাধুনিক যুদ্ধবিমানের বিকল্প নেই। অর্থাৎ যুদ্ধ বিমান এমন হতে হবে যেন তা শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়েই নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে সক্ষম হয়।
তবে এ দুই সংঘাতের আগেই তিন দেশ মিলে একটি প্রকল্প হাতে নিয়েছে। যুক্তরাজ্য, জাপান ও ইতালি মিলে ২০২৩ সালেই এই প্রকল্প শুরু করে। যার নাম গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম- জিসিএপি।
এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো ২০৩৫ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের একটি অত্যাধুনিক স্টিলথ ফাইটার জেট তৈরি করা। স্টিলথ ফাইটার হলো এক বিশেষ ধরনের যুদ্ধবিমান, যা শত্রুপক্ষের রাডার বা অন্যকোনো যন্ত্রের চোখে ধরা পড়ে না। সহজ কথায়, 'স্টিলথ' মানে হলো 'গোপন' বা 'লুকানো'। এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো বিমানকে এমনভাবে তৈরি করা, যাতে এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তার এলাকায় ঢুকে অব্যর্থ হামলা করতে পারে।
বর্তমানে জাপানি, ব্রিটিশ এবং ইতালীয় বিমান নির্মাতারা এই ফাইটার জেট তৈরির কাজে ব্যস্ত। এরই মধ্যে খবর এলো, সৌদি আরবও এই প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এর মাধ্যমে তারা অত্যাধুনিক সামরিক প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে।
এই অত্যাধুনিক বিমান বানানোর কাজে মাঠে নেমেছে যুক্তরাজ্য ও ইতালির বর্তমান ইউরোফাইটার জেট এবং জাপানের মিতসুবিশি। জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য, জাপান ও ইতালি সৌদি আরবকে তাদের এই গুরুত্বপূর্ণ সামরিক প্রকল্পে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে। তবে, এটি তখনই সম্ভব হবে, যখন প্রকল্পটি আরও ভালোভাবে এগোবে।
জাপান টাইমসের বরাতে দ্য আরব নিউজ জানায়, সৌদি আরবের এই কর্মসূচিতে যোগদানে কোনো বাধা নেই, সেক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি ভাগাভাগি এবং জিসিএপি-এর সকল সদস্য দেশের অনুমোদন নেওয়া। তবে এই নতুন উদ্যোগে পুরোপুরি যুক্ত হওয়ার আগে, সদস্য দেশগুলোও চাইছে যে সৌদি আরব যেন ইউরোফাইটার তৈরির মাধ্যমে কিছু অভিজ্ঞতা অর্জন করে।
সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেকটি দেশও এই অত্যাধুনিক যুদ্ধবিমানটির উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এর নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই উদ্যোগগুলো বৈশ্বিক সামরিক প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করছে এবং ভবিষ্যতের আকাশযুদ্ধের ক্ষমতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে।
Comments