শিল্প সবসময় জীবনের মানে খোঁজে: তৌকীর আহমেদ

অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ দীর্ঘদিন ধরেই নাটক ও চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত। মুক্তিযুদ্ধভিত্তিক জয়যাত্রা, ভাষা আন্দোলন নিয়ে ফাগুন হাওয়ায়, হালদা নদীর প্রেক্ষাপটে হালদা কিংবা অজ্ঞাতনামা প্রতিটি কাজই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। দেশে-বিদেশে পুরস্কৃতও হয়েছে তাঁর নির্মিত সিনেমা।
এবার অনেক দিন পর তিনি ফিরলেন বিটিভির নাটক নিয়ে। বর্তমানে প্রচারিত হচ্ছে তাঁর পরিচালিত নাটক ধূসর প্রজাপতি। প্রায় ২০ বছর পর বিটিভির জন্য নাটক পরিচালনা করলেন তৌকীর আহমেদ। নাটকটির নাট্যকারও তিনি। এর আগে দুই দশক আগে তিনি পরিচালনা করেছিলেন মায়ামৃগ, যেখানে অভিনয় করেছিলেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন।
'ধূসর প্রজাপতি' নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, আল মনসুর, তানজিকা আমিন, শ্যামল মওলা, আয়শা খান প্রমুখ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে নিজেও অভিনয় করেছেন তৌকীর। নাটকটি সপ্তাহে তিন দিন বিটিভিতে প্রচার হচ্ছে।
এত বছর পর কেন বিটিভির জন্য কাজ করলেন– জানতে চাইলে তৌকীর আহমেদ বলেন, 'আমাকে কেউ কাজ করতে বললে সম্মানিত বোধ করি। মাহবুবা ফেরদৌস আপা প্রস্তাব দেওয়ার পর আমি সময় নিয়ে স্ক্রিপ্ট লিখেছি। যত্ন নিয়ে কাজ করেছি। এখন প্রচারিত হচ্ছে।'
নিজের কাজের দর্শন প্রসঙ্গে তিনি বলেন, 'আমার সব কাজে মানুষ ও জীবনের গল্প থাকে। শিল্প আসলে সমসময় জীবনের মানে খোঁজে। এই নাটকটিও তার বাইরে নয়। গত ২০ বছরে অনেক কিছু বদলেছে, তবে ভালো গল্প ও ভালো নির্মাণের কদর এখনও আছে।'
এদিকে সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে– শাকিব খানের সোলজার সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করবেন তৌকীর আহমেদ। সিনেমাটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে। খবরগুলোতে জানানো হয়েছে সেপ্টেম্বর থেকে তিনি নতুন একটি ছবির শুটিং শুরু করবেন।
সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাকিব ফাহাদ। তবে সিনেমাটিতে কাজ করার মতো কিছুই হয়নি এখনও। তাই এমন খবর ছড়িয়ে পড়ায় বিব্রতও হয়েছেন এই নির্মাতা অভিনেতা।
Comments