ফরিদপুরে ভুল অপারেশনের অভিযোগের পর আদালতের নির্দেশে সিভিল সার্জনের তদন্ত শুরু

ফরিদপুর জেলার মধুখালী এলাকায় এক নারীর স্বাস্থ্য নিয়ে ভুল চিকিত্সার অভিযোগ উঠেছে, যার ফলে তিনি এখন জীবন-মৃত্যুর সীমানায়। এ ঘটনায় আদালত ফরিদপুরের সিভিল সার্জনকে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার আদেশ দিয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন অভিযোগকারী পক্ষের আইনজীবী অনিমেষ রায়। তার আগের দিন, বৃহস্পতিবার, ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আমলি আদালতে এই মামলা দায়ের করেন মধুখালীর মেগচামী গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার রায় (৪৫)।
মামলায় তিনজনকে আসামি করা হয়েছে: মধুখালীর স্থানীয় চিকিৎসক অশোক মন্ডল (৩৫) এবং ফরিদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকের দুই ডাক্তার।
অভিযোগপত্র থেকে জানা যায়, প্রশান্তের স্ত্রী শিখা রায় (৩৫) বুক ও পেটে অস্বস্তি অনুভব করায় তাকে অশোক মন্ডলের কাছে নেওয়া হয়। তিনি দ্রুত নির্ণয় করেন যে শিখার পিত্তথলিতে পাথর জমেছে এবং অস্ত্রোপচার প্রয়োজন। গত ২ আগস্ট তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়, এবং পরের দিন বিকেলে অপারেশন সম্পন্ন হয়। ৬ আগস্ট ছাড়পত্র পেয়ে তিনি বাড়ি ফিরেন।
কিন্তু ১০ আগস্ট শিখার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে অশোক মন্ডলকে যোগাযোগ করা হয়। তিনি ফোন না তোলায় শিখাকে আবার ক্লিনিকে নেওয়া হয়, কিন্তু সেখানে ভর্তি নিতে অসম্মতি জানানো হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিত্সকরা পরীক্ষা করে জানান, অস্ত্রোপচারে ত্রুটি রয়েছে। বর্তমানে শিখা হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিত্সাধীন এবং তার জীবন ঝুঁকির মধ্যে।
মামলায় দাবি করা হয়েছে যে আসামিরা একত্রিত হয়ে অসৎ উদ্দেশ্যে অর্থ উপার্জনের লক্ষ্যে এমন চিকিত্সা প্রদান করেছেন, যা শিখার জীবন বিপন্ন করেছে। তারা জেনেশুনে এই ঝুঁকি নিয়েছেন বলে অভিযোগ।
আইনজীবী অনিমেষ রায় জানান, আদালতের বিচারক আসিফ এলাহী শিখার স্বাস্থ্য অবস্থা যাচাইয়ের জন্য সিভিল সার্জনকে রিপোর্ট দিতে বলেছেন। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৩ অক্টোবর।
এ বিষয়ে জানতে চাইলে অশোক মন্ডল বলেন, শিখার পিত্তথলির অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পাথর অপসারণ করা হয়েছে। তবে বাড়ি ফিরে সঠিকভাবে ওষুধ সেবন না করায় সংক্রমণ ঘটেছে, যা এই জটিলতার কারণ।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, "আদালতের নির্দেশ মেনে আমরা দ্রুত তদন্ত শুরু করব। শিখা রায়ের চিকিৎসার বিষয়ে সব তথ্য যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হবে।" তিনি আরও জানান, তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।
Comments